কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৯৩৬
আন্তর্জাতিক নং: ২৯৩৬
হজ্জে শর্ত আরোপ করা
২৯৩৬। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র ও আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ).....আবু বাকুর ইবন আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ) সূত্রে তাঁর দাদী আসমা বিনতে আবু বকর নানী সু'দা বিনতে আওফ (রাযিঃ)-এর থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আব্দুল মুত্তালিব-কন্যা সাবা'আর নিকট উপস্থিত হয়ে বলেনঃ হে ফুফুজানঃ কোন জিনিস আপনাকে হজ্জ থেকে বিরত রাখছে? তিনি বলেন, আমি একজন অসুস্থ মহিলা, আমার আশংকা হচ্ছে যে, হজ্জের অনুষ্ঠানাদি পূর্ণ করতে পারবো না। তিনি বলেনঃ আপনি ইহরাম বাঁধুন এবং এই শর্ত আরোপ করুন যে, “যেখানে আপনি বাধাপ্রাপ্ত হবেন, সেটাই হবে আপনার ইহরাম খোলার স্থান।”
بَاب الشَّرْطِ فِي الْحَجِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ جَدَّتِهِ، - قَالَ لاَ أَدْرِي أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَوْ سُعْدَى بِنْتِ عَوْفٍ . أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ عَلَى ضُبَاعَةَ بِنْتِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ " مَا يَمْنَعُكِ يَا عَمَّتَاهُ مِنَ الْحَجِّ " . فَقَالَتْ أَنَا امْرَأَةٌ سَقِيمَةٌ وَأَنَا أَخَافُ الْحَبْسَ . قَالَ " فَأَحْرِمِي وَاشْتَرِطِي أَنَّ مَحِلَّكِ حَيْثُ حُبِسْتِ " .


বর্ণনাকারী: