আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৮১৭
আন্তর্জাতিক নং: ৩০২৯
১৮৯৮. যুদ্ধ হল কৌশল
২৮১৭। আবু বকর ইবনে আসরাম (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন। আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, আবু বকর হলেন বূর ইবনে আসরাম।
باب الْحَرْب خَدْعَةٌ
3029 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَصْرَمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَرْبَ خُدْعَةً. قال أبو عبدالله: أَبُو بَكْرٍ بُورُ بْنُ أَصْرَمَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ২৮১৭ | মুসলিম বাংলা