আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০২৯
১৮৯৮. যুদ্ধ হল কৌশল
২৮১৭। আবু বকর ইবনে আসরাম (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যুদ্ধকে কৌশল নামে আখ্যায়িত করেছেন। আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, আবু বকর হলেন বূর ইবনে আসরাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন