কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮৫২
আন্তর্জাতিক নং: ২৮৫২
নাফল প্রসঙ্গে
২৮৫২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....'উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) প্রাম্ভিক[১] যুদ্ধে গনীমতের মালের এক-চতুর্থাংশ এবং ফিরতি যুদ্ধে এক তৃতীয়াংশ থেকে (পুরস্কার স্বরূপ) অতিরিক্ত দেন।
[১] কোন নির্দিষ্ট স্থানে যুদ্ধ করার উদ্দেশ্যে রওয়ানা করে পথিমধ্যে যদি কোন যুদ্ধের সম্মুখীন হয়, তবে এর গনীমাতের মধ্যে এক চতুর্থাংশ থেকে এবং যুদ্ধ থেকে ফিরার সময় কোন গনিমাতপ্রাপ্ত হয়, তবে এর এক তৃতীয়াংশ থেকে, অতিরিক্ত হিসাবে দেওয়া যাবে।
[১] কোন নির্দিষ্ট স্থানে যুদ্ধ করার উদ্দেশ্যে রওয়ানা করে পথিমধ্যে যদি কোন যুদ্ধের সম্মুখীন হয়, তবে এর গনীমাতের মধ্যে এক চতুর্থাংশ থেকে এবং যুদ্ধ থেকে ফিরার সময় কোন গনিমাতপ্রাপ্ত হয়, তবে এর এক তৃতীয়াংশ থেকে, অতিরিক্ত হিসাবে দেওয়া যাবে।
بَاب النَّفْلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ الزُّرَقِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي سَلاَّمٍ الأَعْرَجِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَفَّلَ فِي الْبَدْأَةِ الرُّبُعَ وَفِي الرَّجْعَةِ الثُّلُثَ .
