কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮২৭
আন্তর্জাতিক নং: ২৮২৭
সারিয়্যা[১] প্রসঙ্গে
২৮২৭। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) আকছাম ইবন জাওন খুযাঈ (রাযিঃ)-কে বলেনঃ হে আকছাম! তুমি তোমার কওম ছাড়া অন্য কওমের সাথে মিশে জিহাদ কর, তাহলে তোমার চরিত্র সুন্দর হবে। তোমার বন্ধুদের প্রতি সম্মান প্রদর্শন কর। হে আকছাম! উত্তম বন্ধু হল চারজন। উত্তম সারিয্যা হল যাতে চারশ সৈন্য থাকে এবং উত্তম জায়শ[২] বা সৈন্যদল হল, যাতে চার হাজার সৈন্য থাকে। আর বার হাজার সৈন্য কখনো পরাজিত হবে না-সংখ্যা কম হবার কারণে।
[১] ছোট সেনাদলকে সারিয়্যা বলা হয়। যার সংখ্যা চারশ' এর অধিক নয়। আর কারো কারো মতে, গোপনে যে দলটি পাঠান হয়, তাকেই সারিয়্যা বলা হয়।
[২] বড় সেনা বাহিনীকে জায়শ বলা হয়।
[১] ছোট সেনাদলকে সারিয়্যা বলা হয়। যার সংখ্যা চারশ' এর অধিক নয়। আর কারো কারো মতে, গোপনে যে দলটি পাঠান হয়, তাকেই সারিয়্যা বলা হয়।
[২] বড় সেনা বাহিনীকে জায়শ বলা হয়।
بَاب السَّرَايَا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْعَامِلِيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَكْثَمَ بْنِ الْجَوْنِ الْخُزَاعِيِّ " يَا أَكْثَمُ اغْزُ مَعَ غَيْرِ قَوْمِكَ يَحْسُنْ خُلُقُكَ وَتَكْرُمْ عَلَى رُفَقَائِكَ يَا أَكْثَمُ خَيْرُ الرُّفَقَاءِ أَرْبَعَةٌ وَخَيْرُ السَّرَايَا أَرْبَعُمِائَةٍ وَخَيْرُ الْجُيُوشِ أَرْبَعَةُ آلاَفٍ وَلَنْ يُغْلَبَ اثْنَا عَشَرَ أَلْفًا مِنْ قِلَّةٍ " .
