কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮১৬
আন্তর্জাতিক নং: ২৮১৬
নিশান ও ঝান্ডা প্রসঙ্গে
২৮১৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....হারিছ ইবন হাসসান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মদীনায় এলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বর এর উপর দাঁড়িয়ে আছেন আর বিলাল তাঁর সামনে তরবারী গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। আর একটি কালোপতাকাও ছিল। আমি বললামঃ এই লোক (পতাকাবাহী) কে? তারা বললেনঃ এ হল আমর্ ইবন' আস। তিনি একটি লড়াই থেকে ফিরে এসেছেন।
بَاب الرَّايَاتِ وَالْأَلْوِيَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنِ الْحَارِثِ بْنِ حَسَّانَ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَائِمًا عَلَى الْمِنْبَرِ وَبِلاَلٌ قَائِمٌ بَيْنَ يَدَيْهِ مُتَقَلِّدٌ سَيْفًا وَإِذَا رَايَةٌ سَوْدَاءُ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا عَمْرُو بْنُ الْعَاصِ قَدِمَ مِنْ غَزَاةٍ .


বর্ণনাকারী: