কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮০৭
আন্তর্জাতিক নং: ২৮০৭
অস্ত্রশস্ত্র প্রসঙ্গে
২৮০৭। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)....সুলায়মান ইবন হাবীব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আবু উমামা (রাযিঃ)-র কাছে গেলাম। তিনি আমাদের তরবারীতে রূপার অলঙ্কার দেখতে পেয়ে রাগান্বিত হলেন এবং বললেনঃ (তোমাদের পূর্ববর্তী) লোকেরা বহু বিজয় অর্জন করেছিল। তাদের তরবারীর অলঙ্কার সোনারও ছিল না, রূপারও ছিলনা বরং ছিল শিশা, লোহা এবং উটের রগ ।
আবুল হাসান কাততান (রাহঃ) বলেনঃ হাদীছে উল্লেখিত শব্দ علابى-এর অর্থ হল রগ।
আবুল হাসান কাততান (রাহঃ) বলেনঃ হাদীছে উল্লেখিত শব্দ علابى-এর অর্থ হল রগ।
بَاب السِّلَاحِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ، قَالَ دَخَلْنَا عَلَى أَبِي أُمَامَةَ فَرَأَى فِي سُيُوفِنَا شَيْئًا مِنْ حِلْيَةِ فِضَّةٍ فَغَضِبَ وَقَالَ لَقَدْ فَتَحَ الْفُتُوحَ قَوْمٌ مَا كَانَ حِلْيَةُ سُيُوفِهِمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَلَكِنِ الآنُكُ وَالْحَدِيدُ وَالْعَلاَبِيُّ . قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ الْعَلاَبِيُّ الْعَصَبُ .


বর্ণনাকারী: