কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২২. জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৭৫৮
আন্তর্জাতিক নং: ২৭৫৮
যে ব্যক্তি কোন গাযীকে জিহাদের সরঞ্জাম যোগাড় করে দেয়
২৭৫৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....'উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন গাযীকে আল্লাহর রাস্তায় সরঞ্জাম প্রস্তুত করে দেয়, যা দিয়ে সে জিহাদ করতে পূর্ণভাবে সক্ষম হয়, এতে তার সেই গাযীর মতই ছওয়াব হতে থাকবে যতক্ষণ না সে মৃত্যুবরণ করে অথবা ফিরে আসে।
بَاب مَنْ جَهَّزَ غَازِيًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَسْتَقِلَّ كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ حَتَّى يَمُوتَ أَوْ يَرْجِعَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে অতি গুরুত্বপূর্ণ নেক আমলের কথা বলা হয়েছে, যা দ্বারা জিহাদে না গিয়েও জিহাদ করার ফযীলত লাভ হয়। তা হচ্ছে মুজাহিদের যুদ্ধসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া। কোনও এক মুজাহিদ হয়তো জিহাদে যাওয়ার নিয়ত করেছে। কিন্তু জিহাদের জন্য যেসব আসবাবের প্রয়োজন তা তার নেই। যেমন বাহন, অস্ত্রশস্ত্র, রসদ ইত্যাদি। এসব না থাকায় নিয়ত থাকা সত্ত্বেও সে জিহাদে যেতে পারছে না। অপর এক ব্যক্তির এসব আসবাব আছে কিংবা এমন সামর্থ্য আছে, যা দ্বারা সে এগুলো কিনতে পারে। কিন্তু অসুখ-বিসুখ বা অন্য কোনও ওযর থাকায় সে জিহাদে যেতে পারছে না। এ অবস্থায় সে যদি জিহাদে যেতে ইচ্ছুক ব্যক্তিকে আসবাবের ব্যবস্থা করে দেয়, তবে মুজাহিদ ব্যক্তি জিহাদ করে যে ছাওয়াব অর্জন করবে অনুরূপ ছাওয়াবের অধিকারী সেও হয়ে যাবে। যদি প্রয়োজনীয় সবটা সামগ্রীর ব্যবস্থা করে দিতে পারে তবে তো পুরোপুরি তার মতই ছাওয়াব পাবে, আর তা দিতে না পারলে যতটুকু দিতে পারবে সেই পরিমাণ ছাওয়াব পাবে। কাজেই কোনও ব্যক্তি সবটা সামগ্রীর ব্যবস্থা করে দিতে না পারলে তার উচিত যতটুকু পারে ততটুকুই দেওয়া।

অবশ্য সহীহ নিয়ত ও ইখলাসের বিষয়টিও লক্ষণীয়। এক তো ছাওয়াব পাবে তখনই, যখন ইখলাস থাকবে। দ্বিতীয়ত যদি কারও নিয়ত থাকে যে, আমার পক্ষে মুজাহিদ ব্যক্তির সবটা আসবাবের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হলে আমি তা অবশ্যই করতাম, তবে আংশিক করেও পরিপূর্ণ ছাওয়াব পেয়ে যাবে। আল্লাহ তা'আলা মহাদাতা। তাঁর ভাণ্ডারে কোনওকিছুর অভাব নেই ।

প্রকাশ থাকে যে, হাদীছে সুনির্দিষ্টভাবে জিহাদের কথা বলা হলেও অন্যান্য দীনী কাজও এ নিয়মের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি নিজে ইলমে দীন শেখার জন্য কোথাও যেতে পারে না সে যদি তালিবে ইলমকে সহযোগিতা করে, যেমন কিতাব কিনে দেওয়া, পথখরচা দেওয়া বা তার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি, তবে তার আমলনামায়ও তালিবে ইলমের মত ছাওয়াব লেখা হবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা জিহাদের গুরুত্ব উপলব্ধি করা যায়। সুতরাং প্রত্যেকেরই উচিত কোনও না কোনওভাবে এ মহান কাজের সাথে সম্পৃক্ত থাকা বা থাকার নিয়ত রাখা ।

খ. যে ব্যক্তির সক্রিয় জিহাদে অংশগ্রহণের সুযোগ আছে সে তো সক্রিয়ভাবেই অংশগ্রহণ করবে, আর যে ব্যক্তির ক্ষমতা নেই তার কর্তব্য আসবাবপত্র দিয়ে মুজাহিদকে সাহায্য করা।

গ. ইলমে দীন শেখা বা অন্য কোনও দীনী কাজের উদ্দেশ্যে কেউ সফরে যেতে চাইলে অন্যদের উচিত তার আসবাবপত্র বা অন্যান্য খরচায় সাহায্য করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৭৫৮ | মুসলিম বাংলা