আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০০৮
১৮৮৩. বন্দীদের পোশাক প্রদান
২৮০০। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বদর যুদ্ধের দিন কাফির বন্দীদেরকে হাযির করা হল এবং আব্বাস (রাযিঃ)-কেও আনা হল আর তখন তাঁর শরীরে পোশাক ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর শরীরের জন্য উপযোগী জামা খুঁজতে গিয়ে দেখলেন, আব্দুল্লাহ ইবনে উবাই এর জামা তাঁর গায়ের উপযোগী। নবী (ﷺ) সে জামাটি তাঁকেই পরিয়ে দেন। এ কারণেই নবী (ﷺ) নিজ জামা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইকে (তার মৃত্যুর পর) পরিয়ে দিয়েছিলেন। ইবনে উয়াইনাহ্ (রাযিঃ) বলেন, নবী (ﷺ)- এর প্রতি আব্দুল্লাহ ইবনে উবাই- এর একটি সৌজন্য আচরণ ছিল, তাই তিনি তার প্রতিদান দিতে চেয়েছেন।
