কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৯১
আন্তর্জাতিক নং: ২৬৯১
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া
২৬৯১। আবু 'উমাইর, ঈসা ইবন মুহাম্মাদ নাহাস, ঈসা ইবন ইয়ূনুস ও হুসায়ন ইবন আবুস-সূরা আসকালীন (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক হত্যাকারীকে নিহতের অভিভাবক রাসূলুল্লাহ্ (ﷺ) কাছে নিয়ে এল। নবী (ﷺ) তাকে বললেনঃ ক্ষমা করে দাও। সে তা অস্বীকার করল। তিনি বলেনঃ তাহলে যাও তাকে কতল কর। কেননা তুমিও তারমত। রাবী বলেনঃ তার কাছে গিয়ে তাকে বলা হল, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তাকে কতল কর। কেননা তুমিও তার মতই। অতঃপর সে তাকে ছেড়ে দিল।

রাবী বলেনঃ তাকে দেখা গেল সে তার রশি টানতে টানতে তার পরিবারের কাছে চলে যাচ্ছে। সম্ভবত নিহতের অভিভাবক তাকে বেঁধে ছিল। রাবী আবু উমায়র তার হাদীসে বলেনঃ ইবন শাওয়াব আব্দুর রহমান ইবন কাসিম থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) এর পর আর কারো জন্য একথা বলা যায়েয নয় যে, “তাকে হত্যা কর, কেননা তুমিও তার মতই”

ইমাম ইবন মাজা (রাহঃ) বলেনঃ এটা হল রামলা বাসীদের হাদীস, যা তাদের ছাড়া আর কারো কাছে নেই।
أبواب الديات
بَاب الْعَفْوِ عَنْ الْقَاتِلِ
حَدَّثَنَا أَبُو عُمَيْرٍ عِيسَى بْنُ مُحَمَّدِ بْنِ النَّحَّاسِ وَعِيسَى بْنُ يُونُسَ وَالْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِىِّ الْعَسْقَلَانِيُّ قَالُوا حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ عَنْ ابْنِ شَوْذَبٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَتَى رَجُلٌ بِقَاتِلِ وَلِيِّهِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم اعْفُ فَأَبَى فَقَالَ خُذْ أَرْشَكَ فَأَبَى قَالَ اذْهَبْ فَاقْتُلْهُ فَإِنَّكَ مِثْلُهُ قَالَ فَلُحِقَ بِهِ فَقِيلَ لَهُ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ قَالَ اقْتُلْهُ فَإِنَّكَ مِثْلُهُ فَخَلَّى سَبِيلَهُ قَالَ فَرُئِيَ يَجُرُّ نِسْعَتَهُ ذَاهِبًا إِلَى أَهْلِهِ قَالَ كَأَنَّهُ قَدْ كَانَ أَوْثَقَهُ
قَالَ أَبُو عُمَيْرٍ فِي حَدِيثِهِ قَالَ ابْنُ شَوْذَبٍ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ الْقَاسِمِ فَلَيْسَ لِأَحَدٍ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يَقُولُ اقْتُلْهُ فَإِنَّكَ مِثْلُهُ قَالَ ابْن مَاجَةَ هَذَا حَدِيثُ الرَّمْلِيِّينَ لَيْسَ إِلَّا عِنْدَهُمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান