কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৭৮
আন্তর্জাতিক নং: ২৬৭৮
কাসামা প্রসঙ্গে
২৬৭৮। 'আব্দুল্লাহ্ ইবন সা'ঈদ (রাহঃ).... আমর ইবন শু'আইব এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। মাসউদ-এর দুই পুত্র হুওয়াইয়িসা ও মুহাইয়িসা এবং সাহল এর দুই পুত্র আব্দুল্লাহ্ ও আব্দুর রহমান খায়বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। অতঃপর আব্দুল্লাহর উপর অত্যাচার করে তাকে হত্যা করা হল। এ ঘটনা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জানানো হল। তিনি বললেনঃ তোমরা কি কসম করবে এবং প্রমাণ করবে? তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমরা কি করে কসম করব? আমরা তো (সেখানে) উপস্থিত ছিলাম না। তিনি বললেনঃ তাহলে ইয়াহুদীরা (কসম করে) তোমাদের থেকে মুক্ত হয়ে যাবে। তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! তাহলে তো তারা আমাদেরকে হত্যা করবে (আর কসম করে পার পেয়ে যাবে)! রাবী বলেনঃ অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের পক্ষ থেকে তার দিয়াত দিয়ে দিলেন।
بَاب الْقَسَامَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ حُوَيِّصَةَ، وَمُحَيِّصَةَ، ابْنَىْ مَسْعُودٍ وَعَبْدَ اللَّهِ وَعَبْدَ الرَّحْمَنِ ابْنَىْ سَهْلٍ خَرَجُوا يَمْتَارُونَ بِخَيْبَرَ فَعُدِيَ عَلَى عَبْدِ اللَّهِ فَقُتِلَ فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ تُقْسِمُونَ وَتَسْتَحِقُّونَ ‏"‏ ‏.‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُقْسِمُ وَلَمْ نَشْهَدْ قَالَ ‏"‏ فَتُبْرِئُكُمْ يَهُودُ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِذًا تَقْتُلُنَا ‏.‏ قَالَ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৭৮ | মুসলিম বাংলা