কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৫৩
আন্তর্জাতিক নং: ২৬৫৩
আঙ্গুলের দিয়াত
২৬৫৩। জামীল ইবন হাসান 'আতাকী (রাহঃ)....আমর ইবন.... শুআয়বের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আঙ্গুল সবগুলি সমান সমান। তার প্রত্যেকটির জন্য দশ দশটি উট (দিয়াত দিতে হবে)।
بَاب دِيَةِ الْأَصَابِعِ
حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ مَطَرٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الأَصَابِعُ سَوَاءٌ كُلُّهُنَّ فِيهِنَّ عَشْرٌ عَشْرٌ مِنَ الإِبِلِ ‏"‏ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৫৩ | মুসলিম বাংলা