কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৪৮
আন্তর্জাতিক নং: ২৬৪৮
মহিলার দিয়াত তাঁর আসাবার উপর বর্তাবে এবং তার মীরাছ তার সন্তানের জন্য
২৬৪৮। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) হত্যকারিণীর অভিভাবকের উপরে দিয়াত ওয়াজিব করেন। তখন নিহতের অভিভাবকগণ বললঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) ! তার মীরাছ কি আমরা পাব? তিনি বললেনঃ না তার মীরাছ তার স্বামীর এবং তার সন্তানের জন্য।
بَاب عَقْلِ الْمَرْأَةِ عَلَى عَصَبَتِهَا وَمِيرَاثِهَا لِوَلَدِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الدِّيَةَ عَلَى عَاقِلَةِ الْقَاتِلَةِ فَقَالَتْ عَاقِلَةُ الْمَقْتُولَةِ يَا رَسُولَ اللَّهِ مِيرَاثُهَا لَنَا ‏.‏ قَالَ ‏ "‏ لاَ مِيرَاثُهَا لِزَوْجِهَا وَوَلَدِهَا ‏"‏ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৪৮ | মুসলিম বাংলা