কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৪২
আন্তর্জাতিক নং: ২৬৪২
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
দিয়াত থেকে মীরাছ
২৬৪২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... সায়ীদ ইবন মুসায়্যাব (রাযিঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ) বলতেনঃ দিয়াত অভিভাবকদের জন্য। আর স্ত্রী তার স্বামীর দিয়াত থেকে মীরাছ হিসাবে কিছুই পাবে না। নবী (ﷺ) আশইয়াম যাব্বাবী (রাহঃ)-এর স্ত্রীকে তার স্বামীর দিয়াত থেকে মীরাছ দিয়েছিলেন। এ সংবাদ যাহ্হাক ইবন সুফইয়ান (রাযিঃ) তার নিকট থেকে লেখা পর্যন্ত তিনি এ অভিমত পোষণ করতেন।
أبواب الديات
بَاب الْمِيرَاثِ مِنْ الدِّيَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ عُمَرَ، كَانَ يَقُولُ الدِّيَةُ لِلْعَاقِلَةِ وَلاَ تَرِثُ الْمَرْأَةُ مِنْ دِيَةِ زَوْجِهَا شَيْئًا حَتَّى كَتَبَ إِلَيْهِ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَرَّثَ امْرَأَةَ أَشْيَمَ الضِّبَابِيِّ مِنْ دِيَةِ زَوْجِهَا ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৪২ | মুসলিম বাংলা