কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৩৮
আন্তর্জাতিক নং: ২৬৩৮
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
আহতকারীর কিসাসের বিনিময়ে ফিদয়া দেওয়া
২৬৩৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু জাহম ইবন হুযায়ফা কে যাকাত আদায়কারী করে পাঠিয়েছিলেন। এক ব্যক্তি তার সাথে বিবাদ করে তার যাকাতের ব্যাপারে। তখন আবু জাহম তাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। তারা নবী (ﷺ)-এর কাছে এসে বললঃ আমরা কিসাস চাই ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) ! নবী (ﷺ) বললেনঃ তোমরা এত এত মাল পাবে। এতে তারা রাযী হয়ে গেল। তখন নবী (ﷺ) বললেনঃ আমি কি লোকদের সামনে খুতবা দেব এবং তোমাদের রাযী হবার খবরটি জানিয়ে দেব? তারা বলল হ্যাঁ। তখন নবী (ﷺ) খুতবা দিলেন, তিনি বললেনঃ এই লায়ছ গোত্রের লোকেরা আমার কাছে এসেছে কিসাস চাইতে। আমি তাদেরকে প্রস্তাব দিলাম এত এত মাল পাবে এতে তোমরা কি রাযী? তারা বললঃ না, এ কারণে মুহাজিরগণ তাদেরকে ধরে ফেলতে উদ্যত হল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে বিরত থাকতে নির্দেশ দিলেন। তারা বিরত থাকল। এরপর তিনি তাদেরকে ডাকলেন এবং তাদেরকে (সম্পদ) আরো বাড়িয়ে দিয়ে বললেনঃ তোমরা কি রাযী? তারা বললঃ হ্যাঁ। তিনি বললেন, আমি কি লোকদের সামনে খুতবা দেব এবং তাদেরকে তোমাদের রাষ্ট্রী হবার খবরটি জানিয়ে দেব? তারা বললঃ হ্যাঁ। নবী (ﷺ) খুতবা দিলেন। অতঃপর বললেনঃ তোমরা কি রাযী? তারা বলল ঃ হ্যাঁ।

ইমাম ইবন মাজা (রাহঃ) বলেনঃ আমি মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এ হাদীসটি শুধু মা'মার (রাহঃ) একাই বর্ণনা করেছেন। তিনি ছাড়া অন্য কেউ এটি রিওয়ায়াত করেছেন বলে আমার জানা নেই।
أبواب الديات
بَاب الْجَارِحِ يُفْتَدَى بِالْقَوَدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ أَبَا جَهْمِ بْنَ حُذَيْفَةَ مُصَدِّقًا فَلاَجَّهُ رَجُلٌ فِي صَدَقَتِهِ فَضَرَبَهُ أَبُو جَهْمٍ فَشَجَّهُ فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا الْقَوَدَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لَكُمْ كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏ فَلَمْ يَرْضَوْا فَقَالَ ‏"‏ لَكُمْ كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏ فَرَضُوا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي خَاطِبٌ عَلَى النَّاسِ وَمُخْبِرُهُمْ بِرِضَاكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَخَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّ هَؤُلاَءِ اللَّيْثِيِّينِ أَتَوْنِي يُرِيدُونَ الْقَوَدَ فَعَرَضْتُ عَلَيْهِمْ كَذَا وَكَذَا أَرَضِيتُمْ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ فَهَمَّ بِهِمُ الْمُهَاجِرُونَ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكُفُّوا فَكَفُّوا ثُمَّ دَعَاهُمْ فَزَادَهُمْ فَقَالَ ‏"‏ أَرَضِيتُمْ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ إِنِّي خَاطِبٌ عَلَى النَّاسِ وَمُخْبِرُهُمْ بِرِضَاكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَخَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏"‏ أَرَضِيتُمْ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَحْيَى يَقُولُ تَفَرَّدَ بِهَذَا مَعْمَرٌ لاَ أَعْلَمُ رَوَاهُ غَيْرُهُ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৩৮ | মুসলিম বাংলা