কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২৬৩১
আন্তর্জাতিক নং: ২৬৩১
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
কতলে খাতার দিয়াত
২৬৩১। আব্দুস সালাম ইবন 'আসিম (রাহঃ) .... 'আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কতলে খাতা-র দিয়াত হল বিশটি হিককা, বিশটি জায'আ, বিশটি বিনতি মাখায, বিশটি বিনতি লাবূন এবং বিশটি ইবন মাখায।
أبواب الديات
بَاب دِيَةِ الْخَطَإِ
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا الصَّبَّاحُ بْنُ مُحَارِبٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ جُبَيْرٍ، عَنْ خِشْفِ بْنِ مَالِكٍ الطَّائِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ فِي دِيَةِ الْخَطَإِ عِشْرُونَ حِقَّةً وَعِشْرُونَ جَذَعَةً وَعِشْرُونَ بِنْتَ مَخَاضٍ وَعِشْرُونَ بِنْتَ لَبُونٍ وَعِشْرُونَ بَنِي مَخَاضٍ ذُكُورٍ ‏"‏ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৬৩১ | মুসলিম বাংলা