কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ২৬০১
আন্তর্জাতিক নং: ২৬০১
তা'যীর[১] প্রসঙ্গে
২৬০১। মুহাম্মাদ ইবন রুম্হ (রাহঃ) .... আবু বুরদা ইবন নিয়ার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ কাউকে দশ ঘা-র অধিক বেত লাগানো যাবে না। তবে আল্লাহর নির্ধারিত শাস্তির বেলায় ভিন্ন কথা।
[১] যে সব অপরাধের জন্য শরীআতে কোন নির্দিষ্ট শাস্তি নির্ধারিত নেই, সরকার বা কাযীর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করে দেওয়ায় নাম হল তাযীর। এর জন্য শর্ত হল শরীআত নির্ধারিত শাস্তির কম হতে হবে। তাই ইমাম আবু হানীফার মতে ৩৯ ঘা-বেত এর অধিক মারা যাবে না।
[১] যে সব অপরাধের জন্য শরীআতে কোন নির্দিষ্ট শাস্তি নির্ধারিত নেই, সরকার বা কাযীর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করে দেওয়ায় নাম হল তাযীর। এর জন্য শর্ত হল শরীআত নির্ধারিত শাস্তির কম হতে হবে। তাই ইমাম আবু হানীফার মতে ৩৯ ঘা-বেত এর অধিক মারা যাবে না।
بَاب التَّعْزِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " لاَ يُجْلَدُ أَحَدٌ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ " .


বর্ণনাকারী: