কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ২৫৯০
আন্তর্জাতিক নং: ২৫৯০
গোলাম চুরি করলে
২৫৯০। জুবারা ইবন মুগাল্লিস (রাহঃ) .... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। গনিমত সূত্রে প্রাপ্ত[১] একটি গোলাম গনিমতের এক পঞ্চমাংশের সম্পদ থেকে চুরি করল। এ ঘটনা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উত্থাপন করা হল। তিনি তার হাত কাটলেন না। তিনি বললেনঃ আল্লাহ তা'আলার এক সম্পদ অন্য সম্পদ চুরি করেছে।
[১] অর্থাৎ গনীমাতের মাল থেকে যে এক পঞ্চমাংশ বায়তুল মালে জমা দেওয়া হত।
[১] অর্থাৎ গনীমাতের মাল থেকে যে এক পঞ্চমাংশ বায়তুল মালে জমা দেওয়া হত।
بَاب الْعَبْدِ يَسْرِقُ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ تَمِيمٍ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عَبْدًا، مِنْ رَقِيقِ الْخُمُسِ سَرَقَ مِنَ الْخُمُسِ فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَقْطَعْهُ وَقَالَ " مَالُ اللَّهِ عَزَّ وَجَلَّ سَرَقَ بَعْضُهُ بَعْضًا " .
