কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ২৫৭৯
আন্তর্জাতিক নং: ২৫৭৯
যে যুদ্ধ করে এবং যমীনে ফাসাদ সৃষ্টির চেষ্টা করে
২৫৭৯। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ) ..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একটি কওম রাসূলুল্লাহ (ﷺ)-এর দুগ্ধবতী উট লুট করে নিয়ে গিয়েছিল। অতঃপর নবী (ﷺ) তাদের হাত পা কেটে দেন এবং লৌহ শলাকা দিয়ে তাদের চোখ ফুড়ে দেন।
بَاب مَنْ حَارَبَ وَسَعَى فِي الْأَرْضِ فَسَادًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ قَوْمًا، أَغَارُوا عَلَى لِقَاحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَطَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ .
