কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ২৫৭৭
আন্তর্জাতিক নং: ২৫৭৭
যে ব্যক্তি অস্ত্র তাক করে ধরে
২৫৭৭। মাহমুদ ইবন গায়লান, আবু কুরায়ব, ইয়ূসুফ ইবন মুসা ও আব্দুল্লাহ ইবন বাররাদ (রাহঃ) .... আবু মুসা আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে আমাদের প্রতি অস্ত্র তাক করে ধরে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
بَاب مَنْ شَهَرَ السِّلَاحَ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَأَبُو كُرَيْبٍ وَيُوسُفُ بْنُ مُوسَى وَعَبْدُ اللَّهِ بْنُ الْبَرَّادِ قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَهَرَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا " .


বর্ণনাকারী: