কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ২৫৪৯
আন্তর্জাতিক নং: ২৫৪৯
যিনার হদ
২৫৪৯। আবু বকর ইবন আবু শায়বা হিশাম ইবন 'আম্মারও মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) ….. আবু হুরায়রা, যায়দ ইবন খালিদ ও শিবল (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। ইতিমধ্যে তাঁর কাছে এক লোক এসে বললোঃ আমি আপনাকে আল্লাহর কসম দিচ্ছি যে, আমাদের মধ্যে কিতাবুল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে দিন এবং আমাকে কিছু বলার অনুমতি দিন। তিনি বললেনঃ বল। লোকটি বললো, আমার পুত্র এ ব্যক্তির চাকর ছিল, সে তার স্ত্রীর সাথে যিনা করেছে। আমি তার পক্ষ থেকে একশ বকরী এবং একটি গোলাম ফিদয়া হিসেবে দিয়েছি। অতঃপর আমি কিছু আলিমকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছি; তখন আমাকে বলা হয়েছে যে, আমার পুত্রকে একশ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন দিতে হবে। আর এর স্ত্রীকে রজম (পাথরের আঘাতে মৃত্যু দন্ড) করতে হবে। এতদ শ্রবণে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সেই সত্তার কসম, যার হাতে আমার জান! আমি অবশ্যই তোমাদের দু'জনের মধ্যে কিতাবুল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবো। তুমি তোমার একশ বকরী ও গোলাম ফিরিয়ে নেও এবং তোমার পুত্রকে একশ বেত্রাঘাত করা হবে এবং এক বছরের জন্য নির্বাসন দেওয়া হবে। আর হে উনায়স! তুমি আগামীকাল সকালে স্ত্রীর কাছে যাবে। সে যদি স্বীকার করে তবে তাকে রজম করবে।

হিশাম বলেনঃ উনায়স (রাযিঃ) পরদিন সকালে তার কাছে গেলে, সে (তার অপরাধ) স্বীকার করে। অতঃপর সে তাকে রজম করে।
بَاب حَدِّ الزِّنَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، وَشِبْلٍ، قَالُوا كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ ‏.‏ فَقَالَ خَصْمُهُ وَكَانَ أَفْقَهَ مِنْهُ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَائْذَنْ لِي حَتَّى أَقُولَ ‏.‏ قَالَ ‏"‏ قُلْ ‏"‏ ‏.‏ قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا وَإِنَّهُ زَنَى بِامْرَأَتِهِ فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ فَسَأَلْتُ رَجُلاً مِنْ أَهْلِ الْعِلْمِ فَأُخْبِرْتُ أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ الْمِائَةُ الشَّاةُ وَالْخَادِمُ رَدٌّ عَلَيْكَ وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ‏"‏ ‏.‏ قَالَ هِشَامٌ فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৫৪৯ | মুসলিম বাংলা