কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৮. কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান ও গোলাম আযাদ সম্পর্কিত

হাদীস নং: ২৫৩০
আন্তর্জাতিক নং: ২৫৩০
মালদার গোলাম আযাদ করা
২৫৩০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) … ইবন মাস'উদ (রাযিঃ) এর আযাদকৃত দাস উমায়র (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ (ইবন মাসউদ রা) তাকে বললেনঃ হে উমায়র! আমি তোমাকে আরামের সাথে আযাদ করতে চাই। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে তার গোলাম আযাদ করে এবং তার মালের কথা উল্লেখ না করে, সে মাল তারই হবে। এখন তুমি আমাকে বল, তোমার কাছে কি পরিমাণ মাল আছে।

মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) .... ইসহাক ইবন ইবরাহীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) আমার দাদা (উমায়র) কে বললেন, এবং উক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন।
بَاب مَنْ أَعْتَقَ عَبْدًا وَلَهُ مَالٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ، عَنْ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ، عُمَيْرٍ - وَهُوَ مَوْلَى ابْنِ مَسْعُودٍ - أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ لَهُ يَا عُمَيْرُ إِنِّي أُعْتِقُكَ عِتْقًا هَنِيئًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ غُلاَمًا وَلَمْ يُسَمِّ مَالَهُ فَالْمَالُ لَهُ ‏"‏ ‏.‏ فَأَخْبِرْنِي مَا مَالُكَ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ عَنْ إِسْحَقَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ لِجَدِّي فَذَكَرَ نَحْوَهُ
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৫৩০ | মুসলিম বাংলা