কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৮. কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান ও গোলাম আযাদ সম্পর্কিত
হাদীস নং: ২৫২৬
আন্তর্জাতিক নং: ২৫২৬
গোলাম আযাদ করে তার খিদমাতের শর্ত আরোপ করলে
২৫২৬। 'আব্দুল্লাহ ইবন মু'আবিয়া জুমাহী (রাহঃ).... সাফীনা, আবু 'আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে উম্মে সালামা (রাযিঃ) আযাদ করে দেন এবং এই শর্ত লাগান যে, আমি ততদিন নবী (ﷺ) এর খিদমাত করবো, যতদিন তিনি জীবিত থাকেন।
بَاب مَنْ أَعْتَقَ عَبْدًا وَاشْتَرَطَ خِدْمَتَهُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ، عَنْ سَفِينَةَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ أَعْتَقَتْنِي أُمُّ سَلَمَةَ وَاشْتَرَطَتْ عَلَىَّ أَنْ أَخْدُمَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَا عَاشَ .


বর্ণনাকারী: