কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৬. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৬৩
আন্তর্জাতিক নং: ২৪৬৩
বন্ধক রাখার অধ্যায়
তেভাগা ও চার ভাগায় জমি বর্গা দেয়ার অনুমতি
২৪৬৩। আহমাদ ইবন ছাবিত জাহদারী (রাহঃ)....তাউস (রাহঃ) থেকে বর্ণিত যে, মুআয ইবন জাবাল (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর, উমার ও উছমান (রাহঃ)-এর সময়ে তে-ভাগা ও চার ভাগায় জমি বর্গা দিতেন এবং আজ পর্যন্তও তিনি এর উপর আমল করেন।
كتاب الرهون
بَاب الرُّخْصَةِ فِي الْمُزَارَعَةِ بِالثُّلُثِ وَالرُّبُعِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ خَالِدٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، أَكْرَى الأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ فَهُوَ يَعْمَلُ بِهِ إِلَى يَوْمِكَ هَذَا ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৪৬৩ | মুসলিম বাংলা