কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৬. বন্ধক রাখার অধ্যায়
হাদীস নং: ২৪৫৬
আন্তর্জাতিক নং: ২৪৫৬
বন্ধক রাখার অধ্যায়
খালী জমি সোনা ও রূপার বিনিময়ে কেরায়া দেয়ার অনুমতি
২৪৫৬। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) .... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি যখন মানুষকে জমি কেরায়া দেয়া সম্পর্কে বহু সমালোচনা করতে শুনলেন, তখন বললেনঃ সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের ভাইকে বিনা লাভে কেন তা দাওনা? তিনি তা কেরায়া দিতে নিষেধ করেননি।
كتاب الرهون
بَاب الرُّخْصَةِ فِي كِرَاءِ الْأَرْضِ الْبَيْضَاءِ بِالذَّهَبِ وَالْفِضَّةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ لَمَّا سَمِعَ إِكْثَارَ النَّاسِ، فِي كِرَاءِ الأَرْضِ قَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ مَنَحَهَا أَحَدُكُمْ أَخَاهُ " . وَلَمْ يَنْهَ عَنْ كِرَائِهَا .