কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৬. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৩৯
আন্তর্জাতিক নং: ২৪৩৯
বন্ধক রাখা
২৪৩৯। 'আব্দুল্লাহ ইবন মু'আবিয়া জুমাহী (রাহঃ) …. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইন্তিকাল করেন, তখন তার লোহার বর্মটি এক ইয়াহুদীর কাছে ৩০ সা' যবের বিনিময়ে বন্ধক ছিল।
باب الرهن
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَاتَ وَدِرْعُهُ رَهْنٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৪৩৯ | মুসলিম বাংলা