কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

হাদীস নং: ২৪২২
আন্তর্জাতিক নং: ২৪২২
দান-সাদ্‌কা সম্পর্কিত
বিনীতভাবে তাগাড়া দেওয়া এবং ভদ্রভাবে নিজের প্রাপ্য গ্রহণ করা
২৪২২। মুহাম্মাদ ইবন মুআম্মাল ইবন সাব্বাহ কায়সী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক পাওনাদারকে বলেনঃ তুমি তোমার হক ভদ্র ও মার্জিত ভাবে গ্রহণ কর। চাইতা পূর্ণ হোক বা না হোক।
أبواب الصدقات
بَاب حُسْنِ الْمُطَالَبَةِ وَأَخْذِ الْحَقِّ فِي عَفَافٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الصَّبَّاحِ الْقَيْسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَبَّبٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ السَّائِبِ الطَّائِفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَامِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِصَاحِبِ الْحَقِّ ‏ "‏ خُذْ حَقَّكَ فِي عَفَافٍ وَافٍ أَوْ غَيْرِ وَافٍ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৪২২ | মুসলিম বাংলা