কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৪১৪
আন্তর্জাতিক নং: ২৪১৪
ঋণের ব্যাপারে কঠোরতা করা প্রসঙ্গে
২৪১৪। মুহাম্মাদ ইবন ছালাবা ইবন সাওয়া (রাহঃ) …. ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে, তার যিম্মায় একদীনার বা এক দিরহাম পরিমাণ ঋণ থাকে (কিয়ামাতের দিন) তার নেক আমল দিয়ে তা পরিশোধ করা হবে। কেননা, সেখানে কোন দীনার ও থাকবে না। এবং দিরহাম ও থাকবেনা।
بَاب التَّشْدِيدِ فِي الدَّيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَعْلَبَةَ بْنِ سَوَاءٍ، حَدَّثَنَا عَمِّي، مُحَمَّدُ بْنُ سَوَاءٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ " .
