কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৪০৪
আন্তর্জাতিক নং: ২৪০৪
হাওয়ালা প্রসঙ্গে
২৪০৪। ইসমাঈল ইবন তাওবা (রাহঃ) ...... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মালদারের জন্য দেনা আদায়ে টাল-বাহানা করা জুলম। আর যখন তোমাদের কাউকে কোন মালদারের ওপর হাওয়ালা (সোপর্দ) করা হয়, তখন তা মেনে নাও।
بَاب الْحَوَالَةِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ وَإِذَا أُحِلْتَ عَلَى مَلِيءٍ فَاتْبَعْهُ " .
