কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

হাদীস নং: ২৩৯২
আন্তর্জাতিক নং: ২৩৯২
দান-সাদ্‌কা সম্পর্কিত
কেউ কোন জিনিস সাদাকাহ করলো, তারপর সে জিনিস সে বিক্রী হতে
দেখলো-সে কি তা কিনতে পারবে?
২৩৯২। তামীম ইবন মুন্তাসির ওয়াসিতী (রাহঃ) .... 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে একটি ঘোড়া সদকাহ্ করে ছিলেন। তিনি তার মালিককে সেটা স্বল্প মূল্যে বিক্রী করতে দেখলেন। অতঃপর তিনি নবী (ﷺ)-এর নিকট এসে এ ব্যাপারে (তিনি কিনতে পারবেন কিনা) জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেনঃ তোমার সদকাহ্ তুমি ক্রয় করো না।
أبواب الصدقات
بَاب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَوَجَدَهَا تُبَاعُ هَلْ يَشْتَرِيهَا
حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَعْنِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عُمَرَ أَنَّهُ تَصَدَّقَ بِفَرَسٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبْصَرَ صَاحِبَهَا يَبِيعُهَا بِكَسْرٍ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَقَالَ ‏ "‏ لاَ تَبْتَعْ صَدَقَتَكَ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান