কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ২৩৬৫
আন্তর্জাতিক নং: ২৩৬৫
দেনার ওপর সাক্ষ্য প্রদান
২৩৬৫। উবায় দুল্লাহ ইবন ইউসূফ জুবায়রী ও জামীল-ইবন হাসান আতাকী (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এই আয়াত তিলাওয়াত করলেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى (অর্থাৎ ওহে যারা ঈমান এনেছঃ যখন তোমরা একে অন্যের সাথে একটি নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করবে, তখন তা লিখে রাখবে .... (২ঃ২৮২) فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا ( ২ঃ২৮৩) যদি তোমাদের কেউ একে অপরকে বিন্যাস করে (২ঃ২৮৩) পর্যন্ত পৌঁছে বললেন, এ অংশটি এর পূর্বের অংশকে মানসুখ করে দিয়েছে।
بَاب الْإِشْهَادِ عَلَى الدُّيُونِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْجُبَيْرِيُّ، وَجَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ تَلاَ هَذِهِ الآيَةَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى ) حَتَّى بَلَغَ (فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا) فَقَالَ هَذِهِ نَسَخَتْ مَا قَبْلَهَا .


বর্ণনাকারী: