কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২১৯৩
আন্তর্জাতিক নং: ২১৯৩
বায়'নামার মাধ্যমে ক্রয় বিক্রয় প্রসঙ্গে
২১৯৩। ফয্ল ইবন ইয়াকূব রুখামী (রাহঃ).... 'আমর ইবন শু'আয়বের দাদার (রাযিঃ) সূত্রে বর্ণিত। নবী (ﷺ) বায়'নামার মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
আবু 'আব্দুল্লাহ (ইমাম ইবন মাজাহ) বলেনঃ বায়-নামার মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছেঃ এক ব্যক্তি একশো দিনারে একটি পশু খরিদ করে; এরপর তাকে দু-দিনার বায়না হিসাবে দিয়ে দেয় এবং বলেঃ আমি যদি পশুটি খরিদ না করি, তবে দিনার দুটি তোমারই থাকবে।
আর বলা হয়েছে আল্লাহ অধিক অবহিত, এক ব্যক্তি কোন বস্তু খরিদ করে, এরপর বিক্রেতাকে এক দিরহাম অথবা কম বা বেশী দিয়ে বলে, যদি আমি তা গ্রহণ করি, তবে এটা মূল্যের মধ্যে ধরা হবে, অন্যথায় দিরহামটি তোমার থাকবে।
আবু 'আব্দুল্লাহ (ইমাম ইবন মাজাহ) বলেনঃ বায়-নামার মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছেঃ এক ব্যক্তি একশো দিনারে একটি পশু খরিদ করে; এরপর তাকে দু-দিনার বায়না হিসাবে দিয়ে দেয় এবং বলেঃ আমি যদি পশুটি খরিদ না করি, তবে দিনার দুটি তোমারই থাকবে।
আর বলা হয়েছে আল্লাহ অধিক অবহিত, এক ব্যক্তি কোন বস্তু খরিদ করে, এরপর বিক্রেতাকে এক দিরহাম অথবা কম বা বেশী দিয়ে বলে, যদি আমি তা গ্রহণ করি, তবে এটা মূল্যের মধ্যে ধরা হবে, অন্যথায় দিরহামটি তোমার থাকবে।
بَاب بَيْعِ الْعُرْبَانِ
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ أَبُو مُحَمَّدٍ كَاتِبُ مَالِكِ بْنِ أَنَسٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرٍ الْأَسْلَمِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الْعُرْبَانِ قَالَ أَبُو عَبْد اللهِ الْعُرْبَانُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ دَابَّةً بِمِائَةِ دِينَارٍ فَيُعْطِيَهُ دِينَارَيْنِ عُرْبُونًا فَيَقُولُ إِنْ لَمْ أَشْتَرِ الدَّابَّةَ فَالدِّينَارَانِ لَكَ وَقِيلَ يَعْنِي وَاللهُ أَعْلَمُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ الشَّيْءَ فَيَدْفَعَ إِلَى الْبَائِعِ دِرْهَمًا أَوْ أَقَلَّ أَوْ أَكْثَرَ وَيَقُولَ إِنْ أَخَذْتُهُ وَإِلَّا فَالدِّرْهَمُ لَكَ.
