কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১১. শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২১১৩
আন্তর্জাতিক নং: ২১১৩
তোমরা তোমাদের পরিবার পরিজনকে যে খাবার দাও, তার মধ্যম মান
২১১৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন কোন লোক তার পরিবার-পরিজনকে খুব উদার হাতে আহার দান করত। আর কেউ কেউ খুব হিসাব করে খরচ করত। তখন এ আয়াতটি নাযিল হয়ঃ— مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ

অর্থাৎ “তোমরা তোমাদের পরিজনদের যা খেতে দাও, তার মধ্যম ধরনের।"
بَاب مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي الْمُغِيرَةِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ الرَّجُلُ يَقُوتُ أَهْلَهُ قُوتًا فِيهِ سَعَةٌ وَكَانَ الرَّجُلُ يَقُوتُ أَهْلَهُ قُوتًا فِيهِ شِدَّةٌ فَنَزَلَتْ (مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ).
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২১১৩ | মুসলিম বাংলা