কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১১. শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২১০৬
আন্তর্জাতিক নং: ২১০৬
কসমে ইসতিছনা শব্দ যুক্ত করা
২১০৬। 'আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ যুহরী (রাহঃ)....ইবন 'উমর (রাযিঃ) থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর বরাতে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কসম করে আর ইসতিছনা শব্দ যুক্ত করে, সে শপথ ভঙ্গকারী বলে গণ্য হবে না।
بَاب الِاسْتِثْنَاءِ فِي الْيَمِينِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رِوَايَةً قَالَ مَنْ حَلَفَ وَاسْتَثْنَى فَلَنْ يَحْنَثْ
