কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১১. শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২০৯২
আন্তর্জাতিক নং: ২০৯২
রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে কসম করতেন
২০৯২। আবু ইসহাক শাফিয়ী ইবরাহীম ইবন মুহাম্মাদ আব্বাস (রাহঃ).... সালিমের পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর অধিকাংশ কসম ছিলঃ “না, অন্তরের পরিবর্তন সৃষ্টিকারীর কসম!”
بَاب يَمِينِ رَسُولِ اللهِ ﷺ الَّتِي كَانَ يَحْلِفُ بِهَا
حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الشَّافِعِيُّ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ عَنْ عَبَّادِ بْنِ إِسْحَقَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَتْ أَكْثَرُ أَيْمَانِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لَا وَمُصَرِّفِ الْقُلُوبِ
