কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১০. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২০৮০
আন্তর্জাতিক নং: ২০৮০
বাঁদীর তালাক ও তার ইদ্দত প্রসঙ্গে
২০৮০। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বাঁদীর তালাক হচ্ছে দু'টি, আর তার ইদ্দত হচ্ছে দু' হায়য সময়কাল।
আবু 'আসিম বলেনঃ আমি মুযাহিরকে বললাম যে, আপনি ইবন জুরায়জের কাছে যেভাবে হাদীসটি বর্ণনা করেছেন, আমার কাছেও সেভাবেই বর্ণনা করুন। তখন তিনি কাসিম ও আয়েশা (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে আমার নিকট বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ বাঁদীর তালাক দু'টি আর তার ইদ্দত হচ্ছে দু' হায়য সময়কাল।
আবু 'আসিম বলেনঃ আমি মুযাহিরকে বললাম যে, আপনি ইবন জুরায়জের কাছে যেভাবে হাদীসটি বর্ণনা করেছেন, আমার কাছেও সেভাবেই বর্ণনা করুন। তখন তিনি কাসিম ও আয়েশা (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে আমার নিকট বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ বাঁদীর তালাক দু'টি আর তার ইদ্দত হচ্ছে দু' হায়য সময়কাল।
بَاب فِي طَلَاقِ الْأَمَةِ وَعِدَّتِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ مُظَاهِرِ بْنِ أَسْلَمَ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِ
قَالَ أَبُو عَاصِمٍ فَذَكَرْتُهُ لِمُظَاهِرٍ فَقُلْتُ حَدِّثْنِي كَمَا حَدَّثْتَ ابْنَ جُرَيْجٍ فَأَخْبَرَنِي عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِ
قَالَ أَبُو عَاصِمٍ فَذَكَرْتُهُ لِمُظَاهِرٍ فَقُلْتُ حَدِّثْنِي كَمَا حَدَّثْتَ ابْنَ جُرَيْجٍ فَأَخْبَرَنِي عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِ
