কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১০. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২০৭৩
আন্তর্জাতিক নং: ২০৭৩
হারামকরণ প্রসঙ্গে
২০৭৩। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ).....সা'য়ীদ ইবন জুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন আব্বাস (রাযিঃ) বলেছেনঃ হালাল বস্তুকে নিজের উপর হারাম করণ- কসম বলে গণ্য হবে, ইবন আব্বাস (রাযিঃ) এ প্রসঙ্গে এ আয়াতটি উল্লেখ করতেনঃلَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ
“তোমাদের জন্য রাসূলুল্লাহ -এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (৩৩ঃ২১)।
“তোমাদের জন্য রাসূলুল্লাহ -এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (৩৩ঃ২১)।
بَاب الْحَرَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ فِي الْحَرَامِ يَمِينٌ وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ).
