কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১০. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২০৫৩
আন্তর্জাতিক নং: ২০৫৩
স্বামী তার স্ত্রীকে তালাকের ইখতিয়ার দিলে
২০৫৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরআনের এই আয়াতটি যখন নাযিল হলো وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللهَ وَرَسُولَهُ আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি চাও....।" (৩৩ঃ২৯)। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এসে বললেনঃ হে আয়েশা! আমি তোমাকে একটি কথা বলব। তুমি কিন্তু তোমার পিতা-মাতার সঙ্গে পরামর্শ না করে সে সম্পর্কে কোনরূপ তাড়াতাড়ি করবে না। আয়েশা (রাযিঃ) বলেনঃ তিনি জানতেন আল্লাহর কসম! নিশ্চয় আমার পিতা-মাতা কখনো তাঁর থেকে আমার বিচ্ছেদের পক্ষে মত দেবেন না। আয়েশা (রাযিঃ) বলেন, এর পর তিনি এই আয়াতটি আমার কাছে তিলাওয়াত করলেনঃيَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا
“হে নবী! আপনি আপনার স্ত্রীদের বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও এর ভূষণ চাও......" (৩৩ঃ২৮)।
তখন আমি বললামঃ এ ব্যাপারে আবার আমার পিতা-মাতার সাথে পরামর্শ করতে হবে? আমি আল্লাহ ও তার রাসূলকেই গ্রহণ করে নিলাম।
“হে নবী! আপনি আপনার স্ত্রীদের বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও এর ভূষণ চাও......" (৩৩ঃ২৮)।
তখন আমি বললামঃ এ ব্যাপারে আবার আমার পিতা-মাতার সাথে পরামর্শ করতে হবে? আমি আল্লাহ ও তার রাসূলকেই গ্রহণ করে নিলাম।
بَاب الرَّجُلِ يُخَيِّرُ امْرَأَتَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا نَزَلَتْ (وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللهَ وَرَسُولَهُ) دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا عَائِشَةُ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلَا عَلَيْكِ أَنْ لَا تَعْجَلِي فِيهِ حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ قَالَتْ قَدْ عَلِمَ وَاللهِ أَنَّ أَبَوَيَّ لَمْ يَكُونَا لِيَأْمُرَانِي بِفِرَاقِهِ قَالَتْ فَقَرَأَ عَلَيَّ (يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا) الْآيَاتِ فَقُلْتُ فِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ قَدْ اخْتَرْتُ اللهَ وَرَسُولَهُ
