কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১০. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২০৪৩
আন্তর্জাতিক নং: ২০৪৩
বাধ্যকৃত ও ভুলকারী ব্যক্তির তালাক
২০৪৩। ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন ইয়ূসুফ ফিরয়াবী (রাহঃ).... আবু যর গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ আমার উম্মতের ভুল-বিস্মৃতি ও জোরপূর্বক কোন কাজে বাধ্য করা হলে, তা ক্ষমা করে দিয়েছেন।
بَاب طَلَاقِ الْمُكْرَهِ وَالنَّاسِي
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ الْفِرْيَابِيُّ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ


বর্ণনাকারী: