কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১০. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ২০৩০
আন্তর্জাতিক নং: ২০৩০
তালাক - ডিভোর্স অধ্যায়
গর্ভবতী মহিলা, যার স্বামী মারা গিয়েছে, সন্তান প্রসবের পরই সে অন্য স্বামী গ্রহণ করতে পারে
২০৩০। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ).... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর কসম! কেউ ইচ্ছা করলে আমি তার সাথে এ বিষয়ে ‘মুবাহালা' করতে সম্মত আছি যে, ছোট সূরা-ই-নিসা (অর্থাৎ সূরাহ তালাক) أَرْبَعَةِ أَشْهُرٍ وَعَشْرًا সম্বলিত সূরাহ (অর্থাৎ সূরাহ বাকারাহ) এর পরে নাযিল করা হয়েছে।
كتاب الطلاق
بَاب الْحَامِلِ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا إِذَا وَضَعَتْ حَلَّتْ لِلْأَزْوَاجِ
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ وَاللهِ لَمَنْ شَاءَ لَاعَنَّاهُ لَأُنْزِلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ أَرْبَعَةِ أَشْهُرٍ وَعَشْرًا.
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২০৩০ | মুসলিম বাংলা