কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২০০১
আন্তর্জাতিক নং: ২০০১
যে মহিলা নিজকে নবী (ﷺ)-এর জন্য পেশ করে
২০০১। আবু বিশর বকর ইবন খালাফ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আনাস ইবন মালি (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম। আনাস (রাযিঃ)-এর পাশে তার একটি মেয়েও ছিল। তখন আনাস (রাযিঃ) বললেনঃ একদিন এক মহিলা এসে নবী (ﷺ)-এর কাছে নিজেকে পেশ করলো। এরপর বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আপনার কি আমার প্রতি কোন প্রয়োজন আছে? তখন আনাস (রাযিঃ)-এর মেয়ে বললোঃ এ মহিলাটি কি নির্লজ্জ ! আনাস (রাযিঃ) বললেনঃ সে তোমার চাইতে অনেক ভাল। সে রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি অনুরক্ত হওয়ার কারণেই নিজকে তাঁর নিকট পেশ করেছে।
بَاب الَّتِي وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ ﷺ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا ثَابِتٌ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ فَقَالَ أَنَسٌ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ نَفْسَهَا عَلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللهِ هَلْ لَكَ فِيَّ حَاجَةٌ فَقَالَتْ ابْنَتُهُ مَا أَقَلَّ حَيَاءَهَا قَالَ هِيَ خَيْرٌ مِنْكِ رَغِبَتْ فِي رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَعَرَضَتْ نَفْسَهَا عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২০০১ | মুসলিম বাংলা