কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৯৯৫
আন্তর্জাতিক নং: ১৯৯৫
শুভ ও অশুভ লক্ষণ প্রসঙ্গে
১৯৯৫। ইয়াইহয়া ইবন খালাফ আবু সালামা (রাহঃ)....সালিম এর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অশুভ লক্ষণ তিন জিনিসের মধ্যে রয়েছেঃ ঘোড়া, স্ত্রীলোক এবং ঘর।
যুহরী বলেন, আবু উবায়দা ইবন 'আব্দুল্লাহ ইবন যাম'আ আমাকে বলেছেন যে, তার দাদী যয়নাব উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু সালামা (রাযিঃ) এই তিনটির গণনার সাথে তলোয়ারকে অতিরিক্ত বর্ণনা করেন।
بَاب مَا يَكُونُ فِيهِ الْيُمْنُ وَالشُّؤْمُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الشُّؤْمُ فِي ثَلَاثٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ
قَالَ الزُّهْرِيُّ فَحَدَّثَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ أَنَّ جَدَّتَهُ زَيْنَبَ حَدَّثَتْهُ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا كَانَتْ تَعُدُّ هَؤُلَاءِ الثَّلَاثَةَ وَتَزِيدُ مَعَهُنَّ السَّيْفَ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৯৯৫ | মুসলিম বাংলা