কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৯৮৬
আন্তর্জাতিক নং: ১৯৮৬
স্ত্রীদের প্রহার করা প্রসঙ্গে
১৯৮৬। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও হাসান ইবন মুদরিক তাহরান (রাহঃ).... আশ'আছ ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ অমি এক রাতে উমরের (রাযিঃ) বাড়ীতে মেহমান হয়েছিলাম। মধ্যরাতে উমর (রাযিঃ) তাঁর স্ত্রীকে প্রহার করার জন্য দাঁড়ালেন। আমি দু'জনের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম। এরপর উমর (রাযিঃ) যখন শয্যা গ্রহণ করলেন, তখন আমাকে বললেনঃ হে আশআছ! তুমি আমার থেকে একটি বিষয় মনে রাখবে, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তাহলোঃ স্বামী তার স্ত্রীকে প্রহার করলে, এ ব্যাপারে তাকে জওয়াবদিহী করতে হবে না। বিতর-এর সালাত আদায় না করে নিদ্রায় যাবে না। আর রাবী বলেনঃ আমি তৃতীয় কথাটি ভুলে গিয়েছি।
মুহাম্মাদ ইবন খালিদ ইবন খিদাশ (রাহঃ)....আবু আওয়ানা সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবন খালিদ ইবন খিদাশ (রাহঃ)....আবু আওয়ানা সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
بَاب ضَرْبِ النِّسَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى والْحَسَنُ بْنُ مُدْرِكٍ الطَّحَّانُ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللهِ الْأَوْدِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْمُسْلِيِّ عَنْ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ قَالَ ضِفْتُ عُمَرَ لَيْلَةً فَلَمَّا كَانَ فِي جَوْفِ اللَّيْلِ قَامَ إِلَى امْرَأَتِهِ يَضْرِبُهَا فَحَجَزْتُ بَيْنَهُمَا فَلَمَّا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ لِي يَا أَشْعَثُ احْفَظْ عَنِّي شَيْئًا سَمِعْتُهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لَا يُسْأَلُ الرَّجُلُ فِيمَ يَضْرِبُ امْرَأَتَهُ وَلَا تَنَمْ إِلَّا عَلَى وِتْرٍ وَنَسِيتُ الثَّالِثَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ بِإِسْنَادِهِ نَحْوَهُ.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ بِإِسْنَادِهِ نَحْوَهُ.


বর্ণনাকারী: