কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৯৭২
আন্তর্জাতিক নং: ১৯৭২
কোন মহিলা তার নির্ধারিত দিনটি তার সতীনকে দিয়ে দেওয়া
১৯৭২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাওদা বিনত যাম'আ যখন বৃদ্ধা হয়ে পড়েন, তখন তিনি তাঁর নির্ধারিত দিনটি 'আয়েশা (রাযিঃ)-কে হেবা করেন (দিয়েছেন)। অতএব রাসূলুল্লাহ (ﷺ) সাওদা (রাযিঃ)-এর দিনটি 'আয়েশা (রাযিঃ)-এর ভাগে ফেলতেন।
بَاب الْمَرْأَةِ تَهَبُ يَوْمَهَا لِصَاحِبَتِهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا كَبِرَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ فَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ’يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِ سَوْدَةَ
