কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৯৫৭
আন্তর্জাতিক নং: ১৯৫৭
যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করে এবং পরে তাকে বিয়ে করে
১৯৫৭। আহমদ ইবন 'আব্দা (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সফিয়্যা (রাযিঃ) প্রথমে দিহয়া কালবীর (রাযিঃ)-এর ভাগে পড়ে ছিলেন। পরে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিয়ন্ত্রণে আসেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিয়ে করে নিলেন এবং তার আযাদ করণকেই তার মাহর সাব্যস্ত করলেন।
রাবী হাম্মাদ বলেনঃ 'আব্দুল 'আযীয় ছাবিত বললেন, “হে আবু মুহাম্মাদ! আপনি কি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে কি মাহর দিয়েছিলেন?" আনাস (রাযিঃ) বললেনঃ তার দাসত্ব মুক্তিই তাঁর মাহর ছিল।
রাবী হাম্মাদ বলেনঃ 'আব্দুল 'আযীয় ছাবিত বললেন, “হে আবু মুহাম্মাদ! আপনি কি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে কি মাহর দিয়েছিলেন?" আনাস (রাযিঃ) বললেনঃ তার দাসত্ব মুক্তিই তাঁর মাহর ছিল।
بَاب الرَّجُلِ يُعْتِقُ أَمَتَهُ ثُمَّ يَتَزَوَّجُهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ وَعَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسٍ قَالَ صَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الْكَلْبِيِّ ثُمَّ صَارَتْ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم بَعْدُ فَتَزَوَّجَهَا وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا قَالَ حَمَّادٌ فَقَالَ عَبْدُ الْعَزِيزِ لِثَابِتٍ يَا أَبَا مُحَمَّدٍ أَنْتَ سَأَلْتَ أَنَسًا مَا أَمْهَرَهَا قَالَ أَمْهَرَهَا نَفْسَهَا
