কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৯৫০
আন্তর্জাতিক নং: ১৯৫০
কারো বিবাহে দুই বোন থাকাবস্থায় সে ইসলাম গ্রহণ করলে
১৯৫০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... দায়লামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাযির হলাম। তখন দু'বোন এক সাথে আমার বিবাহে ছিল, যাদের আমি জাহিলী যুগে বিয়ে করেছিলাম। তিনি বললেনঃ যখন তুমি ফিরে এসেছ, তখন তাদের একজনকে তালাক দিয়ে দাও।
بَاب الرَّجُلِ يُسْلِمُ وَعِنْدَهُ أُخْتَانِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي فَرْوَةَ عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ عَنْ أَبِي خِرَاشٍ الرُّعَيْنِيِّ عَنْ الدَّيْلَمِيِّ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَعِنْدِي أُخْتَانِ تَزَوَّجْتُهُمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَال إِذَا رَجَعْتَ فَطَلِّقْ إِحْدَاهُمَا


বর্ণনাকারী: