এক ঢোক অথবা দুই ঢোক দুধ পানে হুরমত সাব্যস্ত হয় না
১৯৪২। 'আব্দুল ওয়ারিছ ইবন আব্দুস সামাদ ইবন আব্দুল ওয়ারিছ (রাহঃ)......... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রথম দিকে কুরআনে এই বিধান ছিল, যা পরে রহিত হয়ে গেছে। তা হলোঃ দশ ঢোক অথবা পাঁচ ঢোক দুধ পানে হুরমত সাব্যস্ত হয় না।