কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৯৩৫
আন্তর্জাতিক নং: ১৯৩৫
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হালালকারী এবং যার জন্য হালাল করা হয় তাদের প্রসঙ্গে
১৯৩৫। মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন বখ্তরী ওয়াসিতী (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হালালকারী এবং যার জন্য হালার করা হয়, (উভয়কে) লা'নত করেছেন।
أبواب النكاح
بَاب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ الْبَخْتَرِيِّ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ ابْنِ عَوْنٍ وَمُجالِدٌ عَنْ الشَّعْبِيِّ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান