আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৯২৩
১৮৩৩. ছুরি সম্পর্কে বর্ণনা
২৭২২। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আমর ইবনে উমাইয়া যামরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)- কে (বকরীর) বাহু থেকে কেটে কেটে খেতে দেখেছি। তারপর তাঁকে নামাযের জন্য ডাকা হলে তিনি নামায আদায় করলেন; কিন্তু তিনি উযু করেন নি। আবুল ইয়ামান (রাহঃ) শুয়াইব সূত্রে যুহরী (রাহঃ) থেকে অতিরিক্ত বর্ণনা করেন, নবী (ﷺ) ছুরি রেখে দিলেন।


বর্ণনাকারী: