কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৯১০
আন্তর্জাতিক নং: ১৯১০
ওলীমা প্রসঙ্গে
১৯১০। যুহায়র ইবন হরব আবু খায়ছামা (রাহঃ) আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর এক ওলীমায় উপস্থিত ছিলাম। এতে না গোশ্ত ছিল, না রুটি।
ইবন মাজাহ বলেন, এ হাদীসটি ইবন 'ওয়ায়্না ছাড়া আর কেউ বর্ণনা করেননি।
بَاب الْوَلِيمَةِ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ شَهِدْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَلِيمَةً مَا فِيهَا لَحْمٌ وَلَا خُبْزٌ قَالَ ابْن مَاجَةَ لَمْ يُحَدِّثْ بِهِ إِلَّا ابْنُ عُيَيْنَةَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৯১০ | মুসলিম বাংলা