কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৯০১
আন্তর্জাতিক নং: ১৯০১
গান গাওয়া এবং দফ বাজানো
১৯০১। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....মুজাহিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদিন ইবন 'উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। হঠাৎ তিনি তব্লার আওয়াজ শুনতে পেলেন। তখন তার উভয় কানে আঙ্গুল দিয়ে সরে পড়লেন। তিনি তিনবার এরূপ করলেন। এরপর বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেন।
بَاب الْغِنَاءِ وَالدُّفِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا الْفِرْيَابِيُّ عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ التَّمِيمِيِّ عَنْ لَيْثٍ عَنْ مُجَاهِدٍ قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ صَوْتَ طَبْلٍ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ثُمَّ تَنَحَّى حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم


বর্ণনাকারী: